চোখ উঠা বা কনজাংটিভাইটিস হলে করনীয়

চোখ উঠা বা কনজাংটিভাইটিস হলে করনীয়

গত কিছুদিন ধরে চোখ উঠা বা কনজাংটিভাইটিস (Conjunctivitis) রোগের সংখ্যা বেড়ে গিয়েছে। এই সম্পর্কে অনেকের ই সঠিক ধারণা না থাকায় অনেক সমস্যায় পড়েন।আজকে তাই কনজাংটিভাইটিস বা চোখ উঠা নিয়ে আলোচনা করছি।

কনজাংটিভা (Conjunctiva) যা আমাদের চোখের পাতা এবং চোখের বলের সাদা অংশকে ঢেকে রাখে,এটি যখন সংক্রমিত হয় তখন কনজাংটিভাইটিস (Conjunctivitis) বলে – ব্যাকটেরিয়াল, ভাইরাল, এ্যালার্জিক কারনে ইনফেকশন হতে পারে। ভাইরাল কনজাংটিভাইটিস (Conjunctivitis) এই সিজনে বেশি হচ্ছে। বাচ্চাদের ক্ষেত্রে ইনফেকশন জনিত চোখ উঠা ৮০ ভাগই ব্যাকটেরিয়া ঘটিত এবং ২০ ভাগ ভাইরাস জনিত।

চোখ উঠা বা কনজাংটিভাইটিস এর লক্ষ্মণ গুলোঃ

➖ চোখ লাল হয়ে যাওয়া ও চোখের পাতা ফুলে যায়।

➖ চোখে চুলকানি,  জ্বালাপোড়া  করতে পারে। চোখে প্রচণ্ড রকম অস্বস্তি লাগতে পারে ,ব্যাথা হতে পারে , চোখে ঝাপসা দেখতে পারে

➖ চোখ থেকে পানি পড়তে পারে।

➖ সকালে ঘুম থেকে উঠার পর চোখের দুই পাতা লেগে থাকে।

➖  চোখে হলুদ পুজের মত ময়লা হওয়া।

➖ কখনো ময়লা দিয়ে চোখ বন্ধ হয়েও আসতে পারে।

➖  কারো কারো ক্ষেত্রে হালকা জ্বর, গলা ব্যাথা, কাশি এবং নাক দিয়ে পানি ঝরার মত উপসর্গ থাকতে পারে।

চোখ উঠলে যা করবেন-

➖ হাত দিয়ে চোখ স্পর্শ না করা

➖ ধুলাবালি, দূষিত বাতাস যেন প্রবেশ না করে, সেদিকে খেয়াল রাখতে হবে। সকালে ঘুম থেকে উঠার পর চোখে পানি দিয়ে পরিষ্কার করতে হবে।

➖ কুসুম গরম পানি দিয়ে চোখ পরিস্কার করা, চোখের  পাতায় যেন ময়লা না থাকে লক্ষ্য রাখতে হবে।

➖ পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে।

➖ বারবার পানির ঝাপটা দেয়া বা অহেতুক হাত দেয়া থেকে বিরত থাকা।

➖ অসুস্থ ব্যক্তির ব্যবহৃত জিনিসপত্র অন্য কেউ ব্যবহার না করা।

➖অসুস্থ চোখে কন্টাক্ট লেন্স ব্যবহার করা যাবে না।

➖ ধূলা-বালি ও সূর্যের আলো থেকে চোখ রক্ষায় কালো সানগ্লাস ব্যবহার করতে হবে।

বেশি ব্যথা থাকলে প্যারাসিটামল বা নাপা জাতীয় ওষুধ খাওয়া যেতে পারে এবং  চুলকালে আন্টি হিস্টামিন বা এলাট্টল দিন একবারে করে খাওয়া যেতে পারে ।বেশিরভাগ ক্ষেত্রে কোন এন্টিবায়োটি ড্রপ  বা মলমের প্রয়োজন পড়ে না।  তবে ব্যাকটেরিয়া জনিত ক্ষেত্রে বা ঝুঁকিপূর্ণ রোগীর ক্ষেত্রে বড়দের জন্য দিনে ৩-৪ বার ক্লোরামফেনিকল (Chloramphenicol) এন্টিবায়োটিক ড্রপ ব্যবহার করা যেতে পারে।

শিশুদের ক্ষেত্রে আইভেন্টি ০.৫% চোখের ড্রপ ১ ফোটা করে ৪ ঘন্টা পর পর ৪ দিন, এরপর ৬ ঘন্টা পর পর ৬ দিন দিবেন। অপ্টিমক্স ০.৫% চোখের মলম রাতে ঘুমানোর পর চোখের পাতার পাপড়ির সংযোগ স্থলে লাগাবেন প্রতি রাতে ১ বার ১০ দিন।

চোখ ওঠা রোগে আক্রান্ত ব্যক্তির দিকে তাকালে সুস্থ ব্যক্তির চোখও আক্রান্ত হবে এই তথ্যটি ভুল,এটি একটি প্রচলিত মিথ মাত্র।

কখন ডাক্তারের কাছে যেতে হবে?

➖ দৃষ্টি ঝাপসা হলে

➖ চোখ খুব বেশি লাল হলে

➖ খুব বেশি চুলকালে বা অতিরিক্ত ফুলে গেলে,

➖ প্রচন্ড মাথা ব্যাথা সাথে জ্বর হলে ,

➖ এক সপ্তার মধ্যে রোগীর কোন উন্নতি না হলে।

চোখ উঠা বা কনজাংটিভাইটিস হলে করনীয়
শেয়ার করুন:

497 thoughts on “চোখ উঠা বা কনজাংটিভাইটিস হলে করনীয়”

  1. Bluehost: It is one of the most popular hosting providers, recommended by WordPress. They offer a user-friendly interface, excellent uptime, and 24/7 customer support.
    Bluehost: It is one of the most popular hosting providers, recommended by WordPress. They offer a user-friendly interface, excellent uptime, and 24/7 customer support. http://webward.pw/.

  2. Купить двери на заказ в Москве
    Изготовление дверей на заказ по индивидуальным размерам
    Как выбрать дверей на заказ
    Материалы и цвета дверей на заказ
    Двери на заказ: доставка и монтаж дверей на заказ
    Бюджетные варианты дверей на заказ
    Шпонированные двери на заказ: преимущества и недостатки
    Железные двери на заказ: надежность и безопасность
    Двери на заказ с зеркалом
    Двери в дом https://mebel-finest.ru/.

  3. Полное удовлетворение потребностей клиентов
    Сервисное обслуживание авто [url=https://tokyogarage.ru]https://tokyogarage.ru[/url].