আমাদের সম্পর্কে
Sukoon health Bd website টি আমাদের স্বপ্নের প্রথম স্তম্ভ। স্বপ্ন দেখি যদি আল্লাহ তৌফিক দেন “সূকুন হেলত” নামে একটি হসপিটাল হবে। যেখানে সকল বোনেরা কোন প্রকার পুরুষ এটেন্ডেন্স ছাড়া একটা পর্দাপূর্ণ পরিবেশে সকল চিকিৎসা সেবা নিতে পারবে। যেখানে সহজে এবং সেইফলি নরমাল ডেলিভারির মাধ্যমে বাচ্চা প্রশবের জন্য যত রকম ব্যবস্থা আছে সব ব্যবস্থা থাকবে। মা ও শিশুরা সাধ্যের মধ্যে উন্নত মানের সকল সেবা পাবে। যেন হসপিটালে এসে তাদের অন্তরে সুকূন অনুভূত হয়। একদিন আমাদের স্বপ্ন বাস্তবায়িত হবে ইন শা আল্লাহ।
এখন এই ওয়েব সাইটে আমরা যুক্ত করেছি প্রয়োজনীয় ব্লগ যেখানে নারী ও শিশুদের স্বাস্থ্য সমস্যা, মায়েদের প্যারেন্টিং নিয়ে বিস্তারিত অনেক আলোচনা পোস্ট হবে। থাকছে অনলাইনে চিকিৎসা সেবা – যেখানে অল্প ফি এর মাধ্যমে সহজে ডক্টরের এপয়েনমেন্ট নিয়ে চিকিৎসা সেবা পাওয়া যাবে।
বোনদের জন্য আছে শারীরিক ক মানসিক স্বাস্থ্য বিষয়ক কোর্স, প্যারেন্টিং বিষয়ক কোর্স, শিশুদের স্বাস্থ্য বিষয়ক কোর্স এবং আরো আছে অনলাইন স্বাস্থ্য সেবা যেটা খুব শীঘ্রই চালু হবে ইন শা আল্লাহ। সব সময় ই উপকারী কিছু আনার চেষ্টা করছি যেন বোনেরা অনলাইনে ফিতনাবিহীন একটা পরিবেশে সুন্দর শিক্ষার সুযোগ পান। আল্লাহ আমাদের তাওফিক দান করুন।
এছাড়াও থাকছে আমাদের আরেকটি অনলাইন ইন্সটিটিউট সুকূন অনলাইন পাঠশালার কিছু উপকারি কোর্স। যেই কোর্সের মাধ্যমে বোনেরা নিজেদের ও পরিবারের সাস্থ্য বিষয়ে সচেতন হতে পারেন। থাকছে মায়েদের জন্য প্যারেন্টিং কোর্স। যেন বাচ্চাদের সুন্দর তারবিয়তের মাধ্যে বড় করে তোউলতে পারেন আমাদের মায়েরা। এবং থাকছে মেয়ে ও বাচ্চাদের এক্সট্রা কারিকুলার এক্টিভিটি বাড়াতে স্পোকেন ইংলিশ কোর্স। এছাড়া আরো অনেক উপকারি কিছু কোর্স।
আমরা সব সময়ই বোনদের জন্য উপকারী কিছু আনার চেষ্টা করছি যেন বোনেরা অনলাইনে ফিতনাবিহীন একটা পরিবেশে চিকিৎসা সেবা, ও বিভিন্ন উপকারি কিছু শিখার সুযোগ পান। আল্লাহ আমাদের তাওফিক দান করুন। আমাদের জন্য সবাই দু’আ করবেন ইন শা আল্লাহ যেন আমরা আল্লাহর জন্য আমাদের স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে সমাজের সকল শ্রেণির মানুষদের খেদমত করতে পারি।
আমাদের টিম
প্রতিষ্ঠাতাদের সম্পর্কে
সাজ্জাদুজ জামান
Founder and Director