গর্ভাবস্থায় যে ৬ টি বিপদ চিহ্ন দেখা দিলে দ্রুত হসপিটাল এ আসবেন।

গর্ভাবস্থায় ৬ টি বিপদ চিহ্ন

গর্ভাবস্থায় ৬ টি বিপদ চিহ্ন যেগুলো দেখা দিলে দ্রুত হসপিটালে ডাক্তারের কাছে নিয়ে আসতে হবে।

❇️ রক্তস্রাবঃ

গর্ভাবস্থায় যেকোন সময় রক্তপাত জরুরি অবস্থা নির্দেশ করে, গর্ভাবস্থার প্রথম দিকে রক্তপাত, গর্ভপাতের লক্ষ্মণ হতে পারে, এছাড়া একটোপিক প্রেগ্ন্যাসিতে (জরায়ু ছাড়া অন্য জায়গায় গর্ভধারণ হলে) অতিরিক্ত রক্তপাত হয় –  রক্তপাত ও সাথে পেট ব্যথা, অবচেতন হয়ে যাওয়া একটোপিক প্রেগ্ন্যাসির লক্ষ্মণ। প্লাসেন্টা প্রিভিয়া  বা প্লাসেন্টা নিচের দিকে হলে গর্ভাবস্থায় অতিরিক্ত রক্তপাত হতে পারে। গর্ভাবস্থায় যে কোন সময়েই বেশি রক্তক্ষরণ বা প্রসবের গর্ভফুল না পড়া বিপদের লক্ষণ। তাই এমন হলে কোনো দেরি না করে মাকে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে নিতে হবে।

❇️উচ্চ রক্তচাপঃ

গর্ভবতী মায়ের উচ্চ রক্তচাপ মা ও শিশু দুইজনের জন্য একটি ঝুঁকিপূর্ণ অবস্থা। এর ফলে কম ওজনের শিশু জন্মদান, অপরিণত অবস্থায় শিশুর জন্ম, সিজার-এর সম্ভাবনা বেড়ে যাওয়াসহ নানা ধরনের জটিলতা হতে পারে। গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপের সাথে ইউরিন টেস্ট করিয়ে যদি এতে প্রোটিন/এলবুমিন পাওয়া গেলে বুঝতে হবে তিনি প্রি-এক্লাম্পসিয়া-তে ভুগছেন। প্রি- এক্লাম্পসিয়ার জটিলতা থেকে খিচুনি বা এক্লাম্পসিয়া হতে পারে যা মা ও শিশু মৃত্যুর একটি বড় কারণ।

❇️চোখে ঝাপসা দেখা ও মাথাব্যথাঃ

গর্ভাবস্থায় প্রি এক্লাম্পসিয়া যাদের আছে তাদের চোখ ঝাপসা দেখা ও মাথাব্যথা হওয়া এক্লাম্পসিয়ার একটি লক্ষ্মণ। তাই এই লক্ষণ দেখা দিলে খুব দ্রুত হসপিটালে নিতে হবে।

❇️পেট ব্যথাঃ

গর্ভাবস্থায় যেকোন সময় তীব্র পেট ব্যথা জরুরি অবস্থা নির্দেশ করে। একটোপিক প্রেগ্ন্যাসিতে, বিভিন্ন কারনে নির্ধারিত সময়ের আগে লেবার পেইন উঠে যায়। গর্ভাবস্থায় যেকোনো সময় পেট ব্যথা হলে জরুরি ভিত্তিতে হসপিটালে নিতে হবে।

❇️ভীষণ জ্বরঃ

গর্ভাবস্থায় যদি ভীষণ জ্বর বা সাথে দুর্গন্ধযুক্ত স্রাব যায়। কেপে কেপে জ্বর আসলে, প্রস্রাবের জ্বালাপোড়া হলে দ্রুত চিকিৎসক এর শরণাপন্ন হতে হবে।

❇️বিলম্বিত প্রসবঃ

যদি ১২ ঘন্টার বেশি লেবার পেইন থাকে, প্রসব অবস্থা যদি উন্নতি না  অর্থাৎ প্রলং লেবার হয়, তাহলে দ্রুত হসপিটালে নেয়া উচিত। কোনো ভাবেই বাড়িতে বাচ্চা ডেলিভারির চেষ্টা করা যাবে না।

গর্ভাবস্থায় এই বিপদ চিহ্ন গুলা দেখলে দেরি না করে দ্রুত হসপিটালে নিয়ে আসতে হবে ইন শা আল্লাহ।
শেয়ার করুন:

11 thoughts on “গর্ভাবস্থায় যে ৬ টি বিপদ চিহ্ন দেখা দিলে দ্রুত হসপিটাল এ আসবেন।”

  1. I cherished as much as you will obtain performed right here. The cartoon is attractive, your authored material stylish. nonetheless, you command get got an edginess over that you would like be handing over the following. in poor health unquestionably come more before once more as precisely the similar nearly a lot often within case you defend this hike.

  2. I have been absent for some time, but now I remember why I used to love this site. Thanks, I?¦ll try and check back more often. How frequently you update your website?

  3. Good website! I truly love how it is easy on my eyes and the data are well written. I am wondering how I might be notified whenever a new post has been made. I have subscribed to your RSS feed which must do the trick! Have a great day!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart
error: Content is protected !!