গর্ভাবস্থায় সবচেয়ে বেশি জরুরি হচ্ছে আল্লাহর কাছে দু’আ করা। বেশি বেশি গর্ভাবস্থায় আমল করা। সন্তান আল্লাহর পক্ষ থেকে পাওয়া সবচেয়ে বড় এক নিয়ামাহ। আমাদের উচিত রব্ব থেকে পাওয়া সব নিয়ামাহর শুকরিয়া আদায় করা। তাই প্রেগ্ন্যাসির শুরু থেকেই বেশি বেশি কৃতজ্ঞতা আদায় করতে হবে, দু’আ করতে হবে। একটা সুস্থ সন্তানের জন্য, নেক সন্তানের জন্য। সকাল সন্ধ্যার যিকির গুলো নিয়মিত করা, বেশি বেশি ইস্তিগফার করা, সাদাকাহ করা। কুরআনে কিছু আয়াত আছে যেগুলো প্রেগন্যান্সির আগে থেকে ও পুরো প্রেগন্যান্সিতে পড়া উচিত, যে আয়াত গুলো ই এক একটা সুন্দর দু’আ। অনেক বোনেরা নরমাল ডেলিভারির প্রস্তুতি সম্পর্কে জানতে চান, তাদেরকে বলি, দু’আ ই সবার আগে এবং সবচেয়ে শশক্তিশালী হাতিয়ার এর জন্য। পাশাপাশি শারীরিক ও মানসিক কিছু প্রস্তুতি আছে। ইনশাআল্লাহ এটা নিয়ে লিখবো আরেকদিন। আজকে প্রেগ্ন্যাসির যে রুকইয়াহ গুলো আমি করতাম সেগুলো পোস্টে দিয়ে দিচ্ছি। ইনশাআল্লাহ আপুদের উপকার হবে যারা প্রেগন্যান্ট আছেন, প্রস্তুতি নিচ্ছেন ❤️। গর্ভাবস্থায় কোন দোয়া বেশি করতে হবে।
গর্ভাবস্থায় আমল (রুকইয়াহ)
———————————–
💌 দু’আ ১
رَبِّ أَوْزِعْنِىٓ أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ ٱلَّتِىٓ أَنْعَمْتَ عَلَىَّ وَعَلَىٰ وَٰلِدَىَّ وَأَنْ أَعْمَلَ صَٰلِحًا تَرْضَىٰهُ وَأَصْلِحْ لِى فِى ذُرِّيَّتِىٓۖ إِنِّى تُبْتُ إِلَيْكَ وَإِنِّى مِنَ ٱلْمُسْلِمِينَ
হে আমার রাব্ব! আপনি আমাকে সামর্থ্য দিন যাতে আমি আপনার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি, আমার প্রতি ও আমার মাতা-পিতার প্রতি আপনি যে অনুগ্রহ করেছেন তার জন্য এবং যাতে আমি সৎ কাজ করতে পারি যা আপনি পছন্দ করেন; আমার জন্য আমার সন্তান সন্ততিদেরকে সৎকর্মপরায়ণ করুন, আমি আপনারই অভিমুখী হলাম এবং আত্মসমর্পণ করলাম। [ সূরা আহকাফ, আয়াত ১৫ ]
💌 দু’আ ২
رَبِّ هَبْ لِى مِن لَّدُنكَ ذُرِّيَّةً طَيِّبَةًۖ إِنَّكَ سَمِيعُ ٱلدُّعَآءِ
হে আমার রাব্ব! আমাকে আপনার নিকট হতে পবিত্র সন্তান প্রদান করুন, নিশ্চয়ই আপনি প্রার্থনা শ্রবণকারী।
[ সূরা আলে ইমরান, আয়াত ৩৮ ]
💌 দু’আ ৩
هُوَ ٱلَّذِى خَلَقَكُم مِّن نَّفْسٍ وَٰحِدَةٍ وَجَعَلَ مِنْهَا زَوْجَهَا لِيَسْكُنَ إِلَيْهَاۖ فَلَمَّا تَغَشَّىٰهَا حَمَلَتْ حَمْلًا خَفِيفًا فَمَرَّتْ بِهِۦۖ فَلَمَّآ أَثْقَلَت دَّعَوَا ٱللَّهَ رَبَّهُمَا لَئِنْ ءَاتَيْتَنَا صَٰلِحًا لَّنَكُونَنَّ مِنَ ٱلشَّٰكِرِينَ
তিনিই আল্লাহ যিনি তোমাদেরকে এক ব্যক্তি হতে সৃষ্টি করেছেন এবং সেই ব্যক্তি হতেই তার সঙ্গিনী সৃষ্টি করেছেন, যেন সে তার নিকট থেকে প্রশান্তি লাভ করতে পারে। অতঃপর যখন সে তার সাথে মিলনে প্রবৃত্ত হয় তখন সেই মহিলাটি এক গোপন ও লঘু গর্ভ ধারণ করে, আর ওটা নিয়ে চলাফেরা করতে থাকে। যখন তার গর্ভ গুরুভার হয় তখন তারা উভয়েই তাদের রবের কাছে প্রার্থনা করেঃ আপনি যদি আমাদেরকে সৎ সন্তান দান করেন তাহলে আমরা আপনার কৃতজ্ঞ বান্দা হব। [ সূরা আরাফ, আয়াত ১৮৯ ]
💌 দু’আ ৪
وَٱلَّذِينَ يَقُولُونَ رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَٰجِنَا وَذُرِّيَّٰتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَٱجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا
আর যারা প্রার্থনা করেঃ হে আমাদের রাব্ব! আমাদের জন্য এমন স্ত্রী ও সন্তান-সন্ততি দান করুন যারা আমাদের জন্য নয়ন প্রীতিকর এবং আমাদেরকে মুত্তাকীদের জন্য আদর্শ স্বরূপ করুন।
[ সূরা ফুরকান, আয়াত ৭৪ ]
💌 দু’আ ৫
رَبِّ هَبْ لِى مِنَ ٱلصَّٰلِحِينَ
হে আমার রাব্ব! আমাকে এক সৎকর্মপরায়ণ সন্তান দান করুন। [ সূরা আস সাফফাত, আয়াত ১০০ ]
💌 দু’আ ৬
رَبِّ ٱجْعَلْنِى مُقِيمَ ٱلصَّلَوٰةِ وَمِن ذُرِّيَّتِىۚ رَبَّنَا وَتَقَبَّلْ دُعَآءِ
হে আমার রাব্ব! আমাকে সালাত কায়েমকারী করুন এবং আমার বংশধরদের মধ্য হতেও; হে আমাদের রাব্ব! আমার প্রার্থনা কবূল করুন। [ সূরা ইবরাহীম, আয়াত ৪০ ]
💌 দু’আ ৭
رَبَّنَا وَٱجْعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِن ذُرِّيَّتِنَآ أُمَّةً مُّسْلِمَةً لَّكَ وَأَرِنَا مَنَاسِكَنَا وَتُبْ عَلَيْنَآۖ إِنَّكَ أَنتَ ٱلتَّوَّابُ ٱلرَّحِيمُ
হে আমাদের রাব্ব! আমাদের উভয়কে আপনার অনুগত করুন, এবং আমাদের বংশধরদের মধ্য হতেও আপনার অনুগত এক দল লোক সৃষ্টি করুন, আর আমাদেরকে হাজ্জের আহকাম বলে দিন এবং আমাদের প্রতি দয়া করুন, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, করুণাময়।
[ সূরা বাকারাহ, আয়াত ১২৮ ]
May I simply say what a comfort to discover somebody who genuinely knows what they are talking about over the internet. You actually understand how to bring a problem to light and make it important. More people ought to check this out and understand this side of the story. I cant believe you arent more popular because you surely possess the gift.
Hello would you mind stating which blog platform you’re working with? I’m looking to start my own blog soon but I’m having a difficult time selecting between BlogEngine/Wordpress/B2evolution and Drupal. The reason I ask is because your design seems different then most blogs and I’m looking for something completely unique. P.S Sorry for getting off-topic but I had to ask!